নিউজ ডেস্ক, ৬ সেপ্টেম্বর সাংসারিক অশান্তির জেরে বাড়ির পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বামুনারা এলাকায়।
অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব পরিয়াদ। পেশায় একটি রাস্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ জানায়, মৃতের নাম ইপ্সা প্রিয়দর্শনি (২৫)।
জানা গিয়েছে, ২০১৯ সালে দেখাশোনা করেই কটকের বাসিন্দা ইপ্সা প্রিয়দর্শনির সঙ্গে বিয়ে হয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত বিপ্লব পারিয়াদের। কর্মসূত্রেই তিনি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বামুনারা এলাকায় একটি বহুতলের ফ্ল্যাটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাটে তাঁর একটি পোষ্য কুকুর ছিল। বিপ্লবের অভিযোগ, বিয়ের পর থেকেই ইপ্সা নানা বিষয়ে বায়না করতেন। যখন-তখন দামি-দামি জিনিস কেনার দাবি জানাতেন। সঙ্গে সঙ্গে সেই জিনিস কিনে দিতে না পারলেই অশান্তি করতেন। রবিবার রাতে তাঁদের অশান্তি চরমে ওঠে। স্ত্রীর বায়না সহ্য করতে না পেরেই উত্তেজিত হয়ে বিপ্লববাবু তাঁর পোষ্য কুকুরের গলায় বাঁধা বেল্ট ইপ্সার গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইপ্সার।অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।রবিবার রাতে মোটরবাইক চালিয়ে কাঁকসা থানাতে যান বিপ্লব। থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বলেন, তিনি তাঁর স্ত্রীকে খুন করে এসেছেন। “লাশ বাড়িতে পড়ে আছে। নিয়ে আসুন।” সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে তাঁর ঘরের দরজা খুলে দেখেন সত্যি ইপ্সা প্রিয়দর্শিনীর দেহ পরে আছে মেঝেতে। ইতিমধ্যেই পুলিশ ইপসার বাড়িতে খবর পাঠিয়েছে। যদিও তাঁদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। খুনের ঘটনাকে কেন্দ্র করেই কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য দিকে এই ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।