নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর : কয়লাকান্ডের তদন্তের জন্যে ইডির তরফ থেকে বুধবার দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। তবে কোভিড পরিস্থিতিতে দিল্লি যাওয়া সম্ভব নয়, কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে মেইল মারফত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনিরুজিরা তাঁর আবেদনে লিখেছেন, “আমি দুই সন্তানের মা। এই অতিমারীর সময়ে দিল্লি যাওয়া আমার ও আমার সন্তানদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আপনারা যদি কলকাতায় আমাকে হাজিরা দিতে বলেন তা আমার পক্ষে ভালো হয়। ইডির দফতরও রয়েছে কলকাতায়। আমিও কলকাতায় থাকি। আর আমি যতদূর বুঝি তাতে আপনাদের মামলাটি গঠনও হয়েছে কলকাতাতেই।”প্রসঙ্গত, বিগত ২৮ তারিখ কয়লা পাচারকাণ্ডের তদন্তের জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। ১লা ও ৩রা সেপ্টেম্বর দিল্লিতে ইডির অফিসে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। দু’জনকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত নথি আনতে বলা হয়। কিন্তু রুজিরা জানিয়েছেন, এত কম সময়ের নোটিসে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। তাছাড়া এখন কোভিড পরিস্থিতি চলছে। পাশাপাশি তিনি জানান যে তাঁর বাচ্চার বয়স খুবই অল্প। তাই একা একা দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর দাবি, কলকাতায় থেকে তদন্তে যাবতীয় সহায়তা তিনি করবেন। এর আগেও রুজিরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বাদ যায়নি সিবিআইও। একবার তাঁদের ৮ সদস্যের সিবিআই টিম কালীঘাটের বাড়িতে গিয়ে রুজিরাকে জেরা করেছিল।