শুক্রবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো

নিউজ ডেস্ক , ১০ই নভেম্বর : শুক্রবার থেকে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বোলা কালী পুজো।প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। গ্রামের নাম অনুসারে এই পুজো বোল্লা কালী নামেই পরিচিত আপামোর জনগণের কাছে। প্রতি বছর উত্তরবঙ্গ ছাড়াও অন্যান্য প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বেড়াতে আসেন এখানে।

এই পুজোকে ঘিরে তিনদিন ধরে এলাকায় বিরাট মেলা বসে। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। বিগত দুই বছর করোনা অতিমারির কারণে পুজো হলেও, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় মেলা বসেনি। ফলে এবছর অতিরিক্ত লোক সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রস্তুতি তুঙ্গে মন্দির কমিটির।অন্যদিকে মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে তৎপরতা তুঙ্গে জেলা পুলিশ প্রশাসনেরও। মেলা প্রাঙ্গণে প্রায় চল্লিশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ভক্তদের মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে লোহার ব্যারিকেড লাগানো হয়েছে। মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, সাদা পোশাকের পুলিশ, পুলিশ আধিকারিক সহ প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাহুল দে। পাশাপাশি, মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স সহ বহু স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে এখানে। পুজোর ক’টা দিন যাত্রী পরিবহণ ব্যবস্থা যেমন সচল থাকবে তেমনই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অনান্য বছরের মতো এবারও মেলার তিনদিন বালুরঘাট লাইনের সমস্ত ট্রেনে বোল্লা হল্ট এ স্টপেজ দেবে বলে জানা গিয়েছে।

 

Next Post

অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভের সঞ্চার

Thu Nov 10 , 2022
নিউজ ডেস্ক ,১০ই নভেম্বর : গোটা রাজ্যজুড়ে যেখানে ক্রমবর্ধমান ডেঙ্গির প্রকোপ। সেখানে হাসপাতালের পেছনেই জমছে আবর্জনার স্তুপ। যত্রতত্র পড়ে রয়েছে ইনজেকশনের সুচ। অস্বাস্থ্যকর এই পরিবেশে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর পরিজন ও এলাকাবাসীদের মধ্যে।মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনে দীর্ঘদিন ধরে জমছিল আবর্জনা এবং ময়লা।হাসপাতালের ব্যবহার করা যে […]

আপনার পছন্দের সংবাদ