নিউজ ডেস্ক, ৩ জুলাই : দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানতে চলছেন বলিউড অভিনেতা আমির খান ও তাঁর স্ত্রী লেখিকা তথা পরিচালক কিরণ রাও। গত ডিসেম্বর মাসে নিজেদের বিবাহ বার্ষিকী উৎযাপনও করেছিলেন তাঁরা।
শনিবার একটি যৌথ বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন এই তারকা দম্পতি।
তাঁরা লিখেছেন, “এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়,আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে।”যৌথ বিবৃতিতে আরও বলা হয়, “সিনেমা সহ অন্যান্য প্রজেক্টেও আমরা কাজ করব একসঙ্গেই। আমাদের পাশে থাকার জন্য আত্মীয় ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুভানুধ্যায়ীদের কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা কামনা করি। এই বিবাহবিচ্ছেদ সম্পর্কের সমাপ্তি নয়, বরং এক নতুন সফরের শুরু। ধন্যবাদ এবং ভালবাসা সহ কিরণ এবং আমির।”লগান সিনেমার শ্যুটিং চলাকালীন পরিচয় হয়েছিল আমির খান এবং কিরণ রাও-এর। ২০০৫-র ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদের জন্ম হয়। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। ২০০২-এ রীনা এবং আমিরের ১৬ বছরে দাম্পত্যের অবসান হয়। আমিরের প্রথম পক্ষের দুই সন্তান জুনেইদ ও ইরা।