কালিয়াগঞ্জ, ৩ জুলাই : গোপন সুত্রের খবরের ভিত্তিতে রাতে নাকা চেকিংয়ের সময় ভেজাল তেল ভর্তি একটি পিক আপ ভ্যান সহ ১ জনকে আটক করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশ কুনোর মোড় এলাকায় রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়কে নাকা চেকিং চালাচ্ছিল।
সেই সময় ওই ভেজাল তেল ভরতি পিক আপ ভ্যানটি আটক করা হয়। গাড়ি থেকে ৮০ টি ভেজাল সরষের তেলের টিন বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গাড়ির চালক সুজয় মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য একটা সময় রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সরষের তেলের উৎপাদনের জন্য বেশ নামডাক ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এখানকার তেল প্রতিবেশি রাজ্যে রপ্তানি হত৷ কিন্তু ধীরে ধীরে কালিয়াগঞ্জের শহর সেই কৌলিন্য হারিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে ভেজাল তেলের কারখানা৷ বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ভেজাল সরষের তেলের রমরমা কারবার চলে আসছে কালিয়াগঞ্জে। মাঝে মধ্যে পুলিশি অভিযানে ভেজাল তেল আটক হলেও পুরোপুরি বন্ধ করা যায় নি। এখনও পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভেজাল তেলের কারবার চালাচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী। ফলে সেই ভেজাল তেল খেয়ে পেটের বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছেন সাধারণ মানুষ। যদিও এব্যাপারে কালিয়াগঞ্জ স্মল তেল মিল ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক বিনোদ লইয়া ভেজাল তেলের কারবারীদের ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
আরও খবর পড়ুন : রায়গঞ্জে পেট্রোল পৌঁছাল সেঞ্চুরিতে, ডিজেলের দামও একশোর পথে