আর সি টিভি সংবাদ , ৩ মার্চ : মা ও দুই ছেলেরমেয়ের মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে৷ শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের উত্তর শঙ্করপুর এলাকায়। ঘটনায় শ্বশুর ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ৷
ঘর থেকে মা ও দুই ছেলেমেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের উত্তর শঙ্করপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম ময়না বর্মণ (২৫+)। তার মেয়ের নাম মৌমিতা বর্মণ (৫+), ছেলের নাম মিলন বর্মণ( ৪+)। শুক্রবার তিনজনের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পরে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
গ্রামে কোন উন্নয়ন হইনি এই অভিযোগে ভোট বয়কট গ্রামবাসীদের
স্বামী শশীমোহন বর্মন ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। প্রায় ১০ বছর আগে তার সঙ্গে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর৷ কিন্তু দীর্ঘদিন ধরে শ্বশুর শাশুড়ী গৃহবধূর ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ। মেয়ের মা ও দিদির এদিন ময়না বর্মন ও দুই ছেলেমেয়ের মৃত্যুর দু:সংবাদ পেয়ে মেয়ের শ্বশুর বাড়িরে ছুটে আসেন। ততক্ষণে গ্রামবাসীদের ভিড় জমে যায় ওই বাড়ির সামনে৷
পাচারের আগেই উদ্ধার সোনার বিস্কুট
দুই ননদ ও শ্বশুর শাশুড়ির অত্যাচারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা৷ এদিকে অমানবিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী জয়ন্ত বর্মন।
তিনিও একই দাবিতে সরব হয়েছেন।কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে মৃতার বাপের বাড়ি উত্তর লক্ষ্মীপুর এলাকায়। বিয়ের পর থেকে এই নির্যাতন চলছিল বলে অভিযোগ৷ গোটা ঘটনায় মৃতার শ্বশুর ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ।