
আর সি টিভি সংবাদ , ৫ মার্চ :ট্যাপ আছে, কল আছে কিন্তু জল নেই। প্রবল জলকষ্টে ভুগছেন কয়েক হাজার মানুষ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রাম থেকে উঠে এল সেই চিত্র। সাধারনতঃ প্রতিবছরই বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন প্রত্যন্ত লক্ষ্মীডাঙ্গা, প্রধান পাড়া, শাসন, ডাঙাপাড়া, শিয়ালডাঙি, বালুফারা, ছোবোরিয়া, জামবাগান, ভেস্টুলি, সিধার, জলাপার, বড়বাড়ি এই সব এলাকায় ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত জলকষ্ট দেখা দেয়।
আরও পড়ুন –চাকরি গেল তৃণমূল কাউন্সিলরের?
বাড়িতে বসানো নলকূপ থেকে ওঠেনা জল। এই সমস্যার সমাধান হিসেবে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ট্যাপ রয়েছে প্রতিটি এলাকায়। যার দ্বারা পরিষেবা গ্রহন করেন মানুষজন। কিন্তু এবছরে গোঁদের উপরে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বিকল পইপলাইন। যার জেরে এখন প্রবল সমস্যায় পরেছেন গ্রামের সাধারন মানুষ। একদিকে বাড়িতে নলকূপে জল নেই। অন্যদিকে এলাকার ট্যাপগুলিতেও পরিষেবা ব্যাহত থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। এই পরিস্থিতিতে বহু দুরে অবস্থিত সরকারি গভীর নলকূপ থেকে টেনে আনতে হচ্ছে জল। সেই জল পান করার পাশাপাশি তা দিয়েই চলছে রান্নাবান্না ও আনুসাঙ্গিক অন্যান্য কাজকর্ম। বিগত প্রায় এক মাস ধরে এই পরিস্থিতি তৈরী হলেও সপ্তাহ খানেক থেকে এই সংকট চরমে উঠেছে। বিষয়টি পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। অবিলম্বে এই সমস্যা দূরীকরণের দাবী জানিয়েছেন গ্রামের সাধারন মানুষ।
আরও পড়ুন –গ্রামে কোন উন্নয়ন হইনি এই অভিযোগে ভোট বয়কট গ্রামবাসীদের
এবিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত প্রধান আনোয়ারা বেগমের সাথে। তিনি জানান, পইপলাইন সংস্কারের জন্য পিএইচই ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা হয়েছে। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।এখন কত দ্রুত এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার।
