নর্দমা তৈরির বিবাদের জেরে পুরসভার ভেতরেই আক্রান্ত চেয়ারম্যান

নর্দমা তৈরির বিবাদের জেরে পুরসভার ভেতরেই আক্রান্ত চেয়ারম্যান

আরসিটিভি সংবাদ –নর্দমা তৈরির বিবাদের জেরে এক ব্যক্তির হাতে আক্রান্ত হলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রাম নিবাস সাহা৷ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন –হাসপাতালের এক্সরে মেশিন বিকল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন রোগীরা

 

 

জানা গিয়েছে বিবেকানন্দ মোড় সংলগ্ন এলাকায় গভীর নর্দমা নির্মাণ করছে পুর কর্তৃপক্ষ। সেই নর্দমা তৈরির জন্য প্রয়োজনীয় জমি দখল মুক্ত করা হচ্ছে। সেই মতো বিবেকানন্দ মোড়ের রেল গেট সংলগ্ন তৃণমূল শহর কার্যালয়ের পাশে ঋষিকেষ দত্ত চৌধুরী নামে এক বাসিন্দার বাড়ির সামান্য জমিও নর্দমার মধ্যে চলে এসেছে। ইতিমধ্যে অনেকের বাড়ির একাংশ ভেঙে জমি দখল মুক্ত করা হয়েছে। বাড়ি ভাঙা পড়ার বিষয়টি জানতে পেরে ক্ষোভ ফুঁসছিলেন ঋষিকেশ দত্ত চৌধুরী। এনিয়ে পুরসভার চেয়ারম্যান রাম নিবাস সাহার কাছে ফোনে ক্ষোভ প্রকাশ করে অশালীন ভাষায় ওই ব্যক্তি কথা বলেন বলে অভিযোগ৷ এই ঘটনায় সমস্যা সমাধানে ওই ব্যক্তিকে এদিন পুরসভায় দেখা করতে বলেন পুরগভীর নর্দমা। সেই মতো পুরসভায় এলে ওই ব্যক্তি রাম নিবাস সাহার ওপর চড়াও হয় বলে অভিযোগ৷ এনিয়ে শোরগোল বেঁধে যায় পুরসভায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ঋষিকেশ দত্ত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায় তারা। এই ঘটনায় পুরসভার তরফে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারম্যান রাম নিবাস সাহা।

আরও পড়ুন –বাহিন জমিদারবাড়ি ঘিরে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র

 

 

জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যব্যস্থা নেওয়ার দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ তাদের দাবি, এই ঘটনায় বির‍্যধীদের ষড়যন্ত্রের হাত রয়েছে৷ পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছে তারা।

Next Post

পাচারের আগেই উদ্ধার সোনার বিস্কুট

Fri Mar 3 , 2023
আর সি টিভি সংবাদ , ৩ মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি – বালুরঘাট রুটের রাস্তায় একটি মোটর বাইকে তল্লাশি চালিয়ে দশটি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। উদ্ধার করা সোনার বিস্কুটের আনুমানিক মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। ঘটনায় বিমান মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। […]

আপনার পছন্দের সংবাদ