
মানিকচক, ২৮ জুন : নদীতে ভেসে আসা একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচক এলাকায়। সোমবার দুপুর নাগাদ গঙ্গা নদীতে একটি মৃতদেহ কলাগাছের ভেলায় ভেসে আসতে থাকেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছেউল্লেখ্য, বিগত বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যের নদীতে একাধিক মৃতদেহ ভেসে আসতে দেখা যায়। করোনা আক্রান্তের মৃতদেহের সন্দেহে আতঙ্ক ছড়ায় নদী তীরবর্তী এলাকাবাসীদের মধ্যে। এই ঘটনা রুখতে ইতিপূর্বে মালদার বিভিন্ন নদীঘাটগুলিতে নজরদারি চালান পুলিশ আধিকারিকেরা। তবে সোমবার দুপুরে মানিকচক এলাকার গঙ্গা নদীতে একটি মৃতদেহ কলাগাছের ভেলায় ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝবয়সী ওই মহিলার মৃতদেহটি কলাগাছের ভেলা বানিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। বিষধর সাপের কামড়ে মৃত্যু হওয়ার দরুন ওই মৃতদেহটি নদীতে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি মৃতার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও খবর পড়ুন : জমি নিয়ে বচসায় এক মহিলার বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
