হরিশ্চন্দ্রপুর, ২৮ জুন : জমি নিয়ে বিবাদের জেরে গ্রামেরই এক মহিলাকে মারধোরের অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের ছোট পারো গ্রামে।একটি জমি নিয়ে প্রতিবেশী আনোয়ারা বিবির সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ বেঁধে আছে আক্রান্ত টুম্পা খাতুনের।
আনোয়ারা বিবি তারপরেই দলবল নিয়ে এসে টুম্পা খাতুনের বাড়িঘর ভাঙচুর করে তাদের মারধর করে। এমনকি বাড়ির মধ্যে থাকা গয়না, আসবাবপত্র ,জামাকাপড় লুঠ করে নিয়ে চলে যায়। স্বামী কর্মসুত্রে ভিনরাজ্যে থাকায় তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছে টুম্পা খাতুন। এই ঘটনায় প্রতিবেশী আনোয়ারা বিবি সহ ২১জনের নামে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত টুম্পা খাতুন।আক্রান্ত টুম্পা খাতুন বলেন, জমি নিয়ে প্রতিবেশী আনোয়ারা বিবির সঙ্গে বহুদিন ধরে ঝামেলা ছিল। তার জন্য আমার ঘর বাড়ি ভেঙে সর্বস্ব লুট করে নিয়েছে। তিন সন্তানকে নিয়ে গোয়ালঘরে, বাঁধে, পাটের জমিতে রাত কাটছে। এবিষয়ে পঞ্চায়েত সদস্য কে জানানো হলেও এখনো আসেননি। ফোন করলে ফোনও ধরছেন না। পুলিশে অভিযোগ জানিয়েছেন নিগৃহীতা ওই গৃহবধূ। অন্যদিকে এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহজাহান আলী বলেন, বাস্তু ভিটে নিয়ে ওদের গন্ডগোল ছিল। তিন বা চার দিন আগে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা করবেন বলে জানান তিনি।
আরও খবর পড়ুন : মিড ডে মিলে খাদ্যসামগ্রী প্রদানকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের