দ্বিতীয় সেমিফাইনালে জয়ী সেন্ট লুসিয়া জুকস, ফাইনালে মুখোমুখি নাইটদের সাথে

দ্বিতীয় সেমিফাইনালে জয়ী সেন্ট লুসিয়া জুকস, ফাইনালে মুখোমুখি নাইটদের সাথে

নিউজ ডেস্ক :  জনশূন্য স্টেডিয়ামে চলছে অষ্টম বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) সেমিফাইনাল পর্বের খেলা। লিগের শুরূ থেকেই ফর্মে রয়েছে সেন্ট লুসিয়া জুকস। দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে ১০ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া জুকস। অপরদিকে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে জামাইকা তালাওয়ার্সকে ৯ উইকেটে হারিয়ে সি পি এলের ফাইনালে পৌছে গিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে ব্যাট করতে পাঠায় সেন্ট লুসিয়া জুকস। মাত্র ১৩.৪ ওভারে চন্দ্রপাল হেমরাজের ২৫ রানের সৌজন্যে ১০ উইকেট হারিয়ে ৫৫ রান করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। সেন্ট লুসিয়া জুকসের মার্ক ডেয়েল, জাহির খান, রোসষ্টন চেস এর বোলিং এর সামনে রীতিমত ৫৫ রানেই শেষ হয়ে যায় অ্যামাজন ওয়ারিয়ার্সের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রাহকিম কর্নওয়ালের অপরাজিত ৩২* ও মার্ক ডেয়েলের অপরাজিত ১৯* রানের সুবাদে ম্যাচটি মাত্র ৪.৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় সেন্ট লুসিয়া জুকস। ১০ উইকেটে জিতে ফাইনালে পৌছে গেল সেন্ট লুসিয়া জুকস।

১০ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া জুকস। তবে ফাইনাল জিতে কোন দল সেরার শিরোপা জয় করবে তার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ক্রিকেট অনুরাগীরা।

Next Post

করোনা আক্রান্ত পুলিশ কমিশনার

Fri Sep 11 , 2020
নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী :  বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা৷ দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় সেই গোড়া থেকে সামনের সারিতে থেকে লড়াই করছেন পুলিশ কর্মীরা। এবারে এই মারণ ভাইরাস থাবা বসালো কলকাতা পুলিশের শীর্ষ মহলে। করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ বৃহস্পতিবার তাঁর করোনা […]

আপনার পছন্দের সংবাদ