জয়ী কে কে আর, নায়ক শুভমান গিল – প্যাট কামিন্স – ইয়ন মর্গান

নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :     প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেল কে কে আর। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে ম্যাচটি সহজেই জিতে যায় কে কে আর। বোলিং এ প্যাট কামিন্স এবং ব্যাটিং এ শুভমান গিল, ইয়ন মর্গানের দাপটে ম্যাচটি ৭ উইকেটে ১২ বল বাকি থাকতেই জিতে যায় কলকাতা নাইট রাইডার্স।

আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং এর সিধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরুতে ব্যাট করতে নেমে তেমন আক্রমণাত্মক ভাবে শুরূ করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে যায় হায়দ্রাবাদ। জনি বেস্ট্রো ১০ বলে ৫, ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৩৬, মনীষ পান্ডে ৩৮ বলে ৫১, ঋদ্ধিমান সাহা ৩১ বলে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন। মহম্মদ নবী ৮ বলে ১১, অভিষেক শর্মা ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট বিনিময়ে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ১৪২ রান। নাইটদের হয়ে অনবদ্য বোলিং করেন প্যাট কামিন্স। নির্ধারিত ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন, ইকোনমি ৪.৭৫।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ভাবে শুরূ করে কে কে আর। তবে শুরুতে রান মেশিন সুনীল নারিনের উইকেট হারিয়ে চাপে পরে যায় নাইট শিবির। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন নারিন। তবে লড়াই চালিয়ে যান শুভমান গিল। নীতিশ রানা ১৩ বলে ২৬, দীনেশ কার্তিক ৩ বলে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। অপরাজিত থেকে ম্যাচটি শেষ করে ইয়ন মর্গান এবং শুভমান গিল। শুভমান গিল ৬২ বলে ৭০ রান এবং ইয়ন মর্গান ২৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ফলে ১২ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কে কে আর।

পরবর্তী ম্যাচে রবিবার মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব।

Next Post

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে বাড়ছে মাদক জট

Sun Sep 27 , 2020
নিউজ ডেস্ক,  ২৭ সেপ্টেম্বর :  এবারে মাদক সেবন নিয়ে মুখ খুলিলেন পরিচালক করন জোহর। এক বছর আগে তার বাড়িতে দীপিকা পাড়ুকোন, অর্জুন কপুর,মালাইকা অরোরা সহ এক ঝাঁক তারকার সমাগম ও তাদের মাদকাসক্ত অবস্থায় থাকার দৃশ্য ধরা পরে। কিন্তু সেই সব ছবি ভুল বলে জানালেন করন জোহর (Karan Johar)।  https://www.instagram.com/p/CFkWDqFpgXv/?utm_source=ig_web_button_share_sheet তিনি […]

আপনার পছন্দের সংবাদ