নিউজ ডেস্ক , ৯ সেপ্টেম্বর : দামামা বেজে গিয়েছে ড্রিম ইলেভেন আই পি এল (IPL) ২০২০ র। সংযুক্ত আরব আমিরসাহির মাটিতে পৌছে গিয়েছে গতবারের আই পি এল জয়ী মুম্বাই ইন্ডিয়ানস থেকে শুরূ করে কে কে আরের তারকারা। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরূ করেছে তারা। অপরদিকে জনশূন্য স্টেডিয়ামে চলছে অষ্টম বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সি পি এল)। লিগের শুরূ থেকেই ফর্মে রয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে জামাইকা তালাওয়ার্সকে ৯ উইকেটে হারিয়ে
সি পি এলের ফাইনালে পৌছে গেল ত্রিনবাগো নাইট রাইডার্স।
ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষ জামাইকা তালাওয়ার্সকে ব্যাট করতে পাঠায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বোনারের ৪১ ও পাওয়েলের ৩৩ রানের সুবাদে ১০৭ রান করে জামাইকা তালাওয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিনের উইকেট হারিয়ে ফেলে ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে মাত্র ১৫ ওভারেই ১ উইকেট হারিয়ে সিমন্সের ৫৪* ও ওয়েবস্টারের ৪৪* রানের সুবাদে ১১১ রান তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৯ উইকেটে জয়ী হয় ত্রিনবাগো নাইট রাইডার্স।
দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়া জুকস ও অ্যামাজন ওয়ারিয়ার্সের মধ্যে। জয়ী দলটি ১০ ই সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে। তবে সি পি এল এ টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠলো ত্রিনবাগো নাইট রাইডার্স।
আরও পড়ুন – আই পি এলের মাঝপথে ফিরতে পারেন সুরেশ রায়না, জল্পনা উস্কে রাখলেন নিজেই