নিউজ ডেস্ক : বিরল নজির গড়লেন রোনাল্ডো। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে একশো গোলের নজির গড়লেন ‘সি আর সেভেন’ পেলে-মারাদোনা-মেসি যা করতে পারেননি তা করে দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CristianoRonaldo)।
দেশের জার্সিতে রোনাল্ডোর গোলের সংখ্যা ১০১। এরই পাশে পেলের গোলসংখ্যা ৭৭, মেসির ৭০, মারাদোনার অনেকটাই কম।
যদিও সব ঠিকঠাক থাকলে অনেক আগেই হয়তো একশো গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতেন। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে পায়ে সংক্রমণ থাকায় মাঠে নামতে পারেননি তিনি।
কিন্ত মঙ্গলবার উয়েফা নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে ফের চেনা ছন্দে রোনাল্ডো। তার জোড়া গোলে পর্তুগাল ম্যাচটা জেতে ২-০ গোলে।যদিও গোলের সংখ্যা সেঞ্চুরি হলেও রোনাল্ডোর সামনে রয়েছে ইরানের তারকা স্ট্রাইকার আলি দায়ি। তাঁর গোল সংখ্যা ১০৯। সুইডেনের বিরুদ্ধে দুটো গোল করায় রোনাল্ডোর গোলসংখ্যা এখন ১০১।
উল্লেখ্য ২০০৪ সালের ইউরোয় গ্রিসের বিরুদ্ধে দেশের হয়ে প্রথম গোল করেছিলেন রোনাল্ডো।একশ নম্বর গোলটি এলো অভিষেকের ১৬ বছর পরে। এদিন সুইডেনের সঙ্গে খেলায় পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয়
গোলটি করেন রোনাল্ডো। আর একশ নম্বর গোলের পরে সেই পরিচিত ভঙ্গিতে উদযাপনে সামিল হতে দেখা গেলো রোনাল্ডোকে।