নিউজ ডেস্ক, ১১ই সেপ্টেম্বর : দামামা বেজে গিয়েছে ড্রিম ইলেভেন আই পি এল ২০২০ র। সংযুক্ত আরব আমিরসাহির মাটিতে পৌছে গিয়েছে গতবারের আই পি এল জয়ী মুম্বাই ইন্ডিয়ানস থেকে শুরূ করে কে কে আরের তারকারা। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরূ করেছে তারা। অপরদিকে জনশূন্য স্টেডিয়ামে চলছে অষ্টম বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(Cpl)। লিগের শুরূ থেকেই ফর্মে ছিলো ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ফাইনালে সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।
প্রথম সেমিফাইনালে জামাইকা তালাওয়ার্সকে ৯ উইকেটে হারিয়ে সি পি এলের ফাইনালে পৌছে গিয়েছিলো ত্রিনবাগো নাইট রাইডার্স। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে ১০ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছিলো সেন্ট লুসিয়া জুকস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো লিগের ফাইনাল খেলা। সামাজিক দূরত্ববিধি মেনে আয়োজিত হয় ফাইনাল ম্যাচ।
ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষ ড্যারেন সামির সেন্ট লুসিয়া জুকসকে ব্যাট করতে পাঠায় কিরণ পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্স। মাত্র ১৯.১ ওভারেই ১০ উইকেট হারিয়ে ফ্লেচারের ৩৯ এবং ডেয়েলের ২৯ রানের সুবাদে সেন্ট লুসিয়া জুকস করে ১৫৪ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ওয়েবস্টার ও সেইফার্ট এর উইকেট হারিয়ে ফেলে নাইট রাইডার্স। তবে মাত্র ১৮.১ ওভারেই ২ উইকেট হারিয়ে সিমন্সের ৮৪* ও ব্রাভোর ৫৮* রানের সুবাদে ১৫৭ রান তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৮ উইকেটে জয়ী হয় ত্রিনবাগো নাইট রাইডার্স।
ম্যাচের সেরা নির্বাচিত হন সিমন্স এবং সিরিজ সেরা নির্বাচিত হন কিরণ পোলার্ড। তবে আবার সংযুক্ত আরব আমিরশাহি ফেরার পালা কিরণ পোলার্ড, সিমন্স, ব্রাভো, ড্যারেন সামি থেকে শুরূ করে অনেক তারকা খেলোয়াড়দের। সেখানে ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরূ হচ্ছে আই পি এল। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরেলেও ছয় দিনের আইসোলেশনে থাকতে হবে তাদের সকলকে।
এর মাঝে তিনবার হবে কোভিড টেস্ট। ফল নেগেটিভ এলে তবেই ছাড়পত্র মিলবে আই পি এলে খেলার। তবে সি পি এলে টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স।