নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১৬ সেপ্টেম্বর : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেসরকারিকরণ অবিলম্বে বন্ধ করা, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল সিটু অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এমপ্লয়িজ ইউনিয়ন। বুধবার সংস্থার রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজারের মাধ্যমে কোচবিহারে অবস্থিত হেড অফিসের ম্যানিজিং ডাইরেক্টরের কাছে তাদের দাবি পত্র পাঠানো হয়। সংগঠন নেতৃত্বের দাবি,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে বেসরকারিকরণের পথে ঠেলে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার।
অবিলম্বে বেসরকারিকরণের পদক্ষেপ বন্ধ করার পাশাপাশি যে সমস্ত অস্থায়ী কর্মী সংস্থায় কর্মরত রয়েছেন তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও এজেন্সির মাধ্যমে সংস্থায় নিয়োগ প্রক্রিয়াও বন্ধ করতে হবে বলে দাবি তুলেছেন সিটু নেতৃত্ব। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।