স্যার এক কিস হো যায়ে! ফের অনুষ্ঠানে ঢুকতেই কি করলেন উদিতজি?

স্যার এক কিস হো যায়ে! ফের অনুষ্ঠানে ঢুকতেই কি করলেন উদিতজি?

৭০ ছুঁইছুঁই বয়সে মহিলা ভক্তের সঙ্গে সর্বসমক্ষে অশালীন আচরণের জন্য চরম কটাক্ষের শিকার বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। মঞ্চে গান করার সময় এক মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করেছেন তিনি। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে পাশাপাশি চলছে রসিকতা। ভিডিও প্রকাশের পর কেউ তো দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।

অনেকে তো আবার মনে করেছিলেন পুরোটাই হয়তো প্রযুক্তির স্বরযন্ত্র। উদিত জির নাম খারাপ করতেই হয়তো এমন কারসাজি। কিন্তু না। সম্পূর্ণ ভুল। পরে যখন চুম্বনের বিষয়টি স্পষ্ট হয় তখন নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। বলিউড থেকে টলিউড চারিদিকে বিতর্ক শুধু উদিত নারায়ণের এই কান্ড নিয়ে। কেউ কেউ বলেছেন, এটা উদিত নারায়ণ করেছেন? আবার কেউ কেউ সন্দেহপ্রকাশ করে বলেছেন, সত্যি এটি উদিত নারায়ণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে?

আরও পড়ুন – রণবীরের মন্তব্য নিয়ে চূড়ান্ত রায় আদালতের! একী বললো সুপ্রিম কোর্ট?

অনেকে তো আবার লিখেছেন, এটা প্রথমবার নয়। মঞ্চে গান করার সময় অলকা ইয়াগনিককেও নাকি একইভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু খান উদিত। সেই ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় একটু খুঁজলেই পাওয়া যাবে।

তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর উদিতজির আগে যে গায়িকা দের সর্ব সমক্ষে চুমু খেয়েছেন সেই ভিডিও গুলোও ছড়িয়ে পরে। এবার এক অনুষ্ঠানে পৌঁছতে চুম্বনের আবদার উঠে এল গায়কের কাছে। তারপর?

উদিতজির চুম্বন বিতর্কের মাঝেই মুম্বইয়ে দ্য রোশনস সিরিজের সাফল্যের উদযাপনে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে পৌঁছতেই তাকে দেখে রসিকতা শুরু করেন অনেকে। এমনকি এও বলতে শোনা যায়, স্যার এক কিস হো যায়ে! ( ( স্যার একটা চুমু হয়ে যাক )।

ভিডিও ছড়িয়ে পড়তেই আবারও সমালোচনার ঝড়। তবে এমন প্রশ্ন শুনে উদিতজি পাল্টা প্রতিক্রিয়া না দিয়ে, একটু মুচকি হেসে চলে যান।

আরও পড়ুন –ভাইরাল হয়েই ভাগ্য বদল! প্রথম ছবির জন্য কত টাকা পেলেন মোনালিসা?

Next Post

 পথশিশুর যৌন নির্যাতন,৪০ দিনের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা দিল আদালত

Tue Feb 18 , 2025
 বড়তলায় পথশিশুর যৌন নির্যাতনে অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা ব্যাঙ্কশাল কোর্ট। মামলা শুরুর ৪০ দিনের মধ্যে সাজা ঘোষণা। বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনে আদালতে দোষী সাব্যস্ত হন রাজীব ওরফে গোবরা। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। গতবছর ৩০ নভেম্বর, বড়তলা […]

আপনার পছন্দের সংবাদ