রণবীরের মন্তব্য নিয়ে চূড়ান্ত রায় আদালতের! একী বললো সুপ্রিম কোর্ট?

রণবীরের মন্তব্য নিয়ে চূড়ান্ত রায় আদালতের! একী বললো সুপ্রিম কোর্ট?

এইবার খানিকটা স্বস্তিতে জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সম্প্রতি সময় রায়নার শোতে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন রণবীর। জেক ঘিরে সমালোচনার দেশের বিভিন্ন।

এমনকি জানলে অবাক হবেন, এই মন্তব্যের জন্য খুইয়েছেন ২০ লক্ষ্য ফলোয়ার! এমনকি তাঁর কঠিন সময়ে সঙ্গে দেননি তাঁর প্রেমিকা।পাশে থাকার বদলে ছেড়ে চলে গিয়েছেন । যদিও রণবীর তাঁর করা ভুল বঝতে পেরে সমাজ মাধ্যমে এসে ক্ষমা চান। কিন্তু তাতে কি? বিতর্ক কি আর থামে?

ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোতে এক প্রতিযোগীকে বলেছিলেন, তুমি তোমার বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও? নাকি সেখানে ঢুকে সেটাকে বন্ধ করে দিতে চাও। এরপর থেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে।

আরও পড়ুন – ভাইরাল হয়েই ভাগ্য বদল! প্রথম ছবির জন্য কত টাকা পেলেন মোনালিসা?

কিছুদিন খানিকটা চাপের মধ্যে দিয়ে গেলেও এবার স্বস্তিতে রণবীর এলাহাবাদিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, রণবীরের করা মন্তব্যের জন্য তাকে এখনই গ্রেফতার করা যাবে না।

বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়ে দেয় যে, এরপর ভবিষ্যতে এরকম ঘটনায় রণবীরের বিরুদ্ধে আর কোনও অভিযোগ গ্রহণ করা যাবেনা। একই সঙ্গে পুলিশি নিরাপত্তার জন্য রণবীর মহারাষ্ট্র বা অসম পুলিশের দ্বারস্থ হতে পারেন বলেও নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি এদিন মঙ্গলবার শীর্ষ আদালত রণবীরকে পুলিশি তদন্তে সাহায্য করার নির্দেশ দিয়েছে। তাঁর সঙ্গে সঙ্গে রণবীরকে এই মুহূর্তে দেশের বাইরে যেতে পরামর্শ দেয়নি। এমনকি তাঁর পাসপোর্ট আপাতত পুলিশের কাছে জমা রাখতে হবে বলেও জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে।

এর পাশাপাশি আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া কোনও রকম শোয়ে অংশ নিতে পারবে না রণবীর এবং তাঁর সহকর্মীরা। এর সঙ্গে অনলাইন শোয়ের ক্ষেত্রে নিয়মকানুন তৈরির ক্ষেত্রে আগামী দিনে কেন্দ্রের সঙ্গে পরামর্শ করবে আদালত।

বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন! কেমন কাটলো কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের রাত?

 

 

Next Post

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন,পরিসখ্যানসহ রিপোর্ট প্রকাশ্যে

Tue Feb 18 , 2025
এবার তথ্যপ্রমাণ-সহ প্রকাশ্যে এল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের রিপোর্ট।সংখ্যালঘু নির্যাতনের চাঞ্চল্যকর এই রিপোর্ট সামনে এনেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ইউনিটি কাউন্সিল। রিপোর্ট অনুযায়ী, গত বছরের ৪ ঠা আগস্ট থেকে ৩১ শে ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। সরকার বদলের মাত্র ১৫ দিনের মধ্যে ২০১০ টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে বাংলাদেশে।বাংলাদেশ সরকার […]

আপনার পছন্দের সংবাদ