উদিত নারায়ণের সংগীত জগতে পা

উল্লেখ্য, আটের দশকের শেষে কিশোর কুমারের (kishor kumar ) অকাল প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে তখন বিশাল এক শূন্যতা দেখা দিয়েছিল। সেই সময় আত্মপ্রকাশ হয়েছিল বিখ্যাত গায়ক উদিত নারায়ণের ( singer udit narayan ) । নিজের কণ্ঠে সব ধরণের গান গেয়ে অনেকটাই পরিচিতি লাভ করেছেন তিনি। কুমার সানু, সোনু নিগম, অভিজিৎ ভট্রাচার্যর মত সংগীত জগতে অনেকটাই জনপ্রিয়তা তাঁর। এক সময় সংগীত শিল্পী অলকা ইয়াগনিক , শ্রেয়া ঘোষালের মতো গায়িকার সঙ্গেও গান করেছেন। তাঁর গাওয়া বিখ্যাত কিছু গান হল, টিপ্ টিপ্ বরষা পানি, হুম ইয়ার হ্যা তুম্হারে, কিতনা প্যায়ারা হ্যা ইয়েহ চেহরা, জাদু টেরি নাজার, তুমসে মিলনা, দিল তো পাগল হ্যা আরো অনেক। এছাড়াও তাঁর কণ্ঠে বাংলা ভাষায় গান আজও রয়েছে। ১৯৫৫ সালে নেপালে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম উদিত নারায়ণের। সেখান থেকেই বেড়ে ওঠা তাঁর। ছোটবেলায় গ্রামে একবার গান গেয়ে ২৫ পয়সা উপার্জন করেছিলেন। নিজের প্রতি এই আত্মবিশ্বাস নিয়ে কাঠমান্ডুর আকাশবাণীতে যোগ দিয়েছিলেন গায়ক উদিত। অল্প সময়ের মধ্যে নিজে বুঝে যান যে , কিছু করতে গেলে মুম্বইয়ে যেতে হবে। তাঁর বয়স তখন ২২ বছর। অল্প বয়সেই এক অচেনা অজানা শহরে পৌঁছে যান তিনি। তখন তাঁর কাছে অর্থ বলতে শুধুই ছিল তাঁর কণ্ঠ। ১৯৮০ সালে উনিশ-বিশ ছবিতে প্রথম সুযোগ পান তিনি। সেখান থেকেই তাঁর শুরুটা।
মহিলা ভক্তকে চুমু

এদিন সকাল থেকেই খবরের শিরোনামে শুধু তিনি। উদিত নারায়ণ ( udit narayan ) যে এমন একটা কান্ড ঘটাবেন সেটা কেউই বিশ্বাস করতে পারছেন না। ৭০ ছুঁইছুঁই বয়সে মহিলা ভক্তের সঙ্গে সর্বসমক্ষে অশালীন আচরণের জন্য চরম কটাক্ষের শিকার গায়ক উদিত নারায়ণ। মঞ্চে গান করার সময় এক মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করলেন তিনি। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। কেউ তো দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। অনেকে তো আবার মনে করেছিলেন পুরোটাই হয়তো প্রযুক্তির স্বরযন্ত্র। উদিত জির নাম খারাপ করতেই হয়তো এমন কারসাজি। কিন্তু না। সম্পূর্ণ ভুল। পরে যখন চুম্বনের বিষয়টি স্পষ্ট হয় তখন নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। বলিউড থেকে টলিউড চারিদিকে বিতর্ক শুধু উদিত নারায়ণের এই কান্ড নিয়ে। কেউ কেউ বলেছেন, এটা উদিত নারায়ণ করেছেন? আবার কেউ কেউ সন্দেহপ্রকাশ করে বলেছেন, সত্যি এটি উদিত নারায়ণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে? অনেকে তো আবার লিখেছেন, ইটা প্রথমবার নয়। মঞ্চে গান করার সময় অলকা ইয়াগনিককেও নাকি একইভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু খান উদিত। সেই ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় একটু খুঁজলেই পাওয়া যাবে।
উদিত জির প্রতিক্রিয়া

ভিডিওতে দেখে যাচ্ছে, মঞ্চে গান করার সময় এক মহিলা ভক্ত ছবি তুলতে আসেন গায়ক উদিত নারায়ণের সঙ্গে। এরপর একে একে আরো অনেক জন আসেন ভিড় করে। ঠিক তখনই ওই মহিলা ভক্তকে জাপটে চুমু খান তিনি। তখন তিনি মঞ্চে গান করেছিলেন তারই গাওয়া গান টিপ টিপ বরষা পানি। তখনই নিচে ভিড় করেন অনেকে। গান গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। সোজাসুজি মহিলা ভক্তের গালে চুমু খান তাঁরপর ঠোঁটে চুম্বন করেন। ঘটনার জল অনেক দূর গড়িয়ে যাওয়ায় নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে গায়ক সমাজ মাধ্যমে লিখেছেন, এখনো অবধি আমার পরিবারে কোনো বিতর্ক নেই। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমি যখন স্টেজে গান গাই, তখন ভক্তরা এইরকমই আবদার করে। আমাদেরও উচিত ওদের খুশি করা। দীর্ঘ ৪৬ বছর আমি বলিউডে কাজ করছি। এই বিষয়টি শুধুই কুৎসিত ভাবে দেখানোর চেষ্টা চলছে। কখনো কোনোদিন আমার ইমেজ নষ্ট হয়নি। ভক্তরা আমাকে সব সময় ভালোবেসে এসেছে। আমিও হাতজোড় করে তাদের ভালোবাসাকে সম্মান করেছি। একটাকথা মনে হয়, এই সময়টা যদি আর ফিরে না আসে।