সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল মহাকুম্ভের ফেমাস গার্ল মোনালিসা ভোঁসলে। রূপের টানে রেহাই নেই যেন তাঁর। মেলায় এক সময় পাথরের মালা বিক্রি করতেন। এই মালা বিক্রি করেই সংসার চালান তিনি।
তবে মেলায় মালা বিক্রি করতে যাওয়াই হল কাল। কেন বলছি জানেন? মেলা প্রাঙ্গনে প্রায় ১২ ডজন ক্যামেরা তাঁর দিকে তাক করে থাকতো। মোনালিসার ধূসর চোখের মায়ায় মুগ্ধ অনেকে। এমনকি মালা বিক্রি করতে করতে সুযোগ পেলেন সিনেমা জগতে সুযোগ।
সত্যি হয়তো না দেখলে বিশ্বাসই হবে না সকলের। এরম যে রিয়্যাল লাইফে ঘটতে পারে সেটা শুনলে চমকে যেতে হয়। তবে মালা বিক্রি লেট উঠেছে। এখন নিজের শরীর চর্চা ও ফিটনেস নিয়ে ব্যস্ত কুম্ভ মেলায় ভাইরাল হওয়া গার্ল মোনালিসা ভোঁসলে।
আত্মহত্যায় প্ররোচনা! আইনি জটিলতায় অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা
পার্লারে গিয়ে কালো ঘন সোজা রেশমি চুল করে ফেললেন কোঁকড়ানো। পোশাকে আনলেন বদল। চেনাই যাচ্ছে না তাকে। কিছু দিন আগে পর্যন্ত মেলায় মালা বিক্রি করতেন। এবার ভাইরাল হয়েই হয়ে গেলো ভাগ্য বদল। ফেসবুক ও ইউটিউবে এক একাউন্ট খুলেছেন তিনি। সেখানে নিয়মিত রইল বানিয়ে পোস্ট করেন।
১৪ ফেব্রুয়ারি প্রথমবার বিমানে চড়েন। বিমানে করে উড়ে যান কোজিকোড়ে। সেখানে গিয়ে রাতে থাকেন সাত তারা হোটেলে। মূলত সেখানে ববি চেম্মানুর নামে জনৈক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়ে যান মোনলিসা ভোঁসলে। একবারে নতুন হাভভাব।
সেখানে গিয়ে হাত নেড়ে আগতদের অভিবাদন জানান। শুধু তাই নয়, গড়গড় করে মালয়ালমে কথা বলেন আমন্ত্রিতদের সঙ্গে।
নতুন ছবিতে সুযোগ পেয়ে পারিশ্রমিক কত পেলেন জানেন এই ভাইরাল হওয়া গার্ল?
বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন! কেমন কাটলো কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের রাত?
চলচ্চিত্র পরিচালক সনোজ মিশ্র পরিচালিত দ্য মণিপুর ডায়েরি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ভাইরাল হওয়া গার্ল মোনালিসা। পরিচালক ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। সেই কথা ও ছবি সনোজই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
জানতে পারা গেছে, ফেব্রুয়ারি মাসেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। সনোজ জানিয়েছেন, তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ও তাঁর অভিনয় শেখার দায়িত্ব নিয়েছেন। শোনা গিয়েছে, মোনালিসাকে প্রথম ছবির জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছেন পরিচালক। এর থেকে বেশি কিছু বলতে চাননি পরিচালক।
সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে নায়িকার চরিত্রে মোনালিসা!