কয়লা পাচার কান্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নিউজ ডেস্ক, ১৮ অক্টোবর : কয়লা পাচার কান্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। জামিন অযোগ্য ধারায় জারি হল উল্লেখ্য, বারংবার নোটিস পাঠানো হলেও তাতে সাড়া দেননি বিনয় মিশ্র।

এমনি চেষ্টা করে ফোনেও তাঁর সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদনে সাড়া দিয়ে বিনয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।প্রসঙ্গত, কয়লা পাচারের সঙ্গে গরু পাচারের সঙ্গে নাম জড়িয়েছে বিনয় মিশ্রর। পাশাপাশি নাম রয়েছে তার ভাই বিকাশ মিশ্রর। ওই মামলায় তাদের কিছু সম্পত্তি অ্যাটাচও করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যেই বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই বিশেষ আদালত।

Next Post

জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন না লক্ষ্মণ

Mon Oct 18 , 2021
নিউজ ডেস্ক, ১৮ অক্টোবর : জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন না ভিভিএস লক্ষ্মণ। এতদিন অ্যাকাডেমির দায়িত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। তবে রাহুল দ্রাবিড় কোচ হয়ে যাওয়ার পর এনসিএ-র প্রধানের পদ ফাঁকা হয়ে যাবে। সেই জায়গায় আরেক কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে বসাতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন লক্ষ্মণ। দ্রাবিড়ের […]

আপনার পছন্দের সংবাদ