নিউজ ডেস্ক, ১ আগস্ট : ফের আশাহত হতে হল দেশবাসীকে। টোকিয়ো অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সতীশ কুমার। রবিবারের মেগা ম্যাচে বিশ্বের এক নম্বর ও বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে ৫-০ হেরেই বিদায় নিতে হলো সতীশকে।
২০১৮ সালে অর্জুন পুরস্কার পাওয়া সতীশ টোকিও অলিম্পিকের প্রি কোয়ার্টারে পড়েছিলেন জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে। বিকাশ কৃষ্ণান, মণীশ কৌশিক, আশিস কুমারদের প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ার ব্যর্থতা ঢেকে তিনি পৌঁছে গিয়েছিলেন পদক নিশ্চিত করার এক কদম দূরে। পরে বিশ্বের ১ নম্বর অমিত পাঙ্ঘলও ৫২ কেজি বিভাগের প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ায় হতাশা মেটাতে সতীশের দিকেই ছিল সকলের নজর। তবে কোয়ার্টার ফাইনাল বাউটে সতীশ পরাজিত হলেন উজবেকিস্তানের বাখোদির জালোলভের কাছে, যিনি এই বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার। তিনটি রাউন্ডেই ব্যাকফুটে ছিলেন সতীশ। উজবেক বক্সার আগাগোড়া দাপট বজায় রেখে পাঁচ বিচারকের রায় নিজের অনুকূলে টেনে নেন। ফলে সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেন বাখোদির। কোয়ার্টারের হার্ডল থেকেই বিদায় নিতে হয় সতীশকে।সাতটি সেলাই নিয়েই রিংয়ে রক্ত-ঘাম দিয়ে দেশের জন্য লড়লেন তিনি। তবে হেরে গেলেও সতীশের লড়াইকে সম্মান জানাচ্ছেন সকলে।সতীশের এই পরাজয়ের ফলে বক্সিংয়ে ভারতের পদকজয়ের আশা শেষ। তবে, রবিবার বিকেলে মেয়েদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামছেন পিভি সিন্ধু। রবিবার ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে ভারতীয় হকি দলও। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী গ্রেট ব্রিটেন।
আরও খবর পড়ুন : তালিবানী তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত কান্দাহার বিমানবন্দর, ছোঁড়া হচ্ছে রকেট