নিউজ ডেস্ক, ২ আগস্ট : টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ভারত। তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে প্রথমবার হকির সেমিফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে রানি রামপালের দল।
ম্যাচের ৫১ নম্বর মিনিটে অস্ট্রেলিয়া পেনাল্টি কর্নার পায়। কিন্তু ভারতীয় ডিফেন্ডাররা তৎপরতার সঙ্গে সেই পেনাল্টি কর্ণার রুখে দেয়। ম্যাচের প্রথমার্ধেই ভারতের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন গুরজিৎ কউর। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ২২ মিনিটে ভারতীয় দলকে চমৎকার হিট থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। সেখান থেকে সরাসরি ম্যাচের একমাত্র ও জয়ের গোল-এ পরিণত করেন গুরজিৎ।
রবিবার টোকিও অলিম্পিকে ভারতীয় হকি এবং ব্যাডমিন্টনের জন্য এটি একটি স্মরণীয় দিন ছিল এবং সোমবারের জন্য এটি ভারতের জন্য আরেকটি বিশেষ দিন হতে পারে। যেখানে মনপ্রীত সিং নেতৃত্বাধীন পুরুষ হকি দল চার দশকেরও বেশি সময় পরে শীর্ষ চার দলে জায়গা দখল করেছে।১৯৮০ এবং ২০১৬ সালের পর ভারতের হকি মহিলাদের জন্য তৃতীয় অলিম্পিক। প্রথমবারের মতো সেমিফাইনালে পুরুষ ও মহিলা উভয় হকি দল জায়গা করে নিল। ভারতের মহিলা হকি দলের সেমিফাইনালের যাত্রা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। এই দলটা এবার অলিম্পিক্সে নেমেই হারের হ্যাটট্রিট করেছিল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে উড়ে যায় ভারত। এর পর জার্মানি আর গ্রেট ব্রিটেনের কাছেও হারের তেতো স্বাদ গ্রহণ করে।শেষ দুই ম্যাচে অবশ্য আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্টে টিকে যান গুরজিতরা। এর পর ব্রিটেনের কাছে আয়ারল্যান্ড হেরে গেলে সৌভাগ্যক্রমে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ভারত। সোমবার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল।