নিউজ ডেস্ক, ১ আগস্ট : তালিবানদের ভয়ে প্রতিবেশি রাষ্ট্রে আশ্রয় নিচ্ছেন আফগান সেনারা৷ মার্কিন প্রশাসন সেনা প্রত্যাহার করতেই আফগানিস্তানে সেনার সঙ্গে জোরদার লড়াই শুরু করেছে তালিবানরা (Taliban)। জেহাদি সংগঠনের দাপটে তীব্র কোণঠাসা আফগান বাহিনী।
এই পরিস্থিতিতে কান্দাহার বিমানবন্দরে (Kandahar Airport) হামলা চালাল এই জঙ্গিগোষ্ঠী। শনিবার রাতে কান্দাহার বিমানবন্দর লক্ষ্য করে পর পর তিনটি ক্ষেপনাস্ত্র (Rocket Attack) ছোড়া হয়। যার জেরে আপাতত বন্ধ বিমানের ওঠানামা। কান্দাহার শহরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকেই হামলা চালাচ্ছে তারা। শহরবাসীর মনে আতঙ্কের সৃষ্টি করছে। সেই উদ্দেশ্যেই শনিবার রাতে কান্দাহার বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় তালিবানরা। যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়ে। চলছে মেরামতির কাজ। তাই আপাত কান্দাহার বিমানবন্দরে বন্ধ বিমানের ওঠানামা। এ প্রসঙ্গে বিমানবন্দরের প্রধান মসউদ পশতুন জানান, “গত রাতে তিনটি ক্ষেপনাস্ত্র ছোঁড়ে তালিবানরা। তার মধ্যে দুটি বিমানবন্দরের রানওয়েতে আঘাত হেনেছে। তাই আপাতত বিমান ওঠানামা বন্ধ রয়েছে।” এদিকে আফগান সরকারি বাহিনীর বহু সৈনিক প্রাণ বাঁচাতে তাজিকিস্তান ও উজবেকিস্তানে পালিয়ে আশ্রয় নিচ্ছে। অন্যদিকে পশ্চিমের প্রাদেশিক রাজধানী হেরাট এবং দক্ষিণের শহর লস্করে গহ এলাকা দখল করতে মরিয়া চেষ্টা চালাছে তালিবানরা।