অলিম্পিকে সোনা জয় ভারতের

নিউজ ডেস্ক , ০৭ আগস্ট : আজ টোকিও অলিম্পিক্স ২০২১ তে ঐতিহাসিক দিন ভারতের। জ্যাভলিন নিক্ষেপে নীরজ চোপড়া (Neeraj Chopra) স্বর্ণপদক জিতেছেন। শ্যুটার অভিনব বিন্দ্রার পর ভারতের তিনিই দ্বিতীয় যিনি ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।

কুস্তিগীর বজরং পুনিয়া একটি ব্রোঞ্জ জিতেছেন। গলফার অদিতি অশোক মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে তে চতুর্থ স্থান অর্জন করেন। এদিন নীরজের এই সাফল্যে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ট্যুইটে উল্লেখ করেন, টোকিওতে ইতিহাস লেখা হয়েছে! নীরজ চোপরা আজ যা অর্জন করেছে তা চিরকাল মনে থাকবে। তিনি অসাধারণ আবেগ নিয়ে খেলেছেন সোনা জেতার জন্য তাকে অভিনন্দন। উল্লেখ্য, নীরজ একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ এবং ভারতীয় সেনাবাহিনীতে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)।অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো এর ফাইনালে তার ডিস্টেন্স ৮৭.৫৮ মিটার। তার এই জয়ে উচ্ছ্বসিত দেশবাসী।

Next Post

গ্রেফতার দেবাংশু-জয়া-সুদীপ। ত্রিপুরার উদ্দেশ্য তৃণমূলের হেভিওয়েটরা

Sun Aug 8 , 2021
নিউজ ডেস্ক, ০৮ আগস্ট :  শনিবার আমবাসা যাওয়ার পথে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহা। হামলার জেরে মাথা ফেঁটে যায় সুদীপ রাহা’র। ঘটনার জেরে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। এরপর রবিবার ভোরে মহামারি আইন ভঙ্গ […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম