নিউজ ডেস্ক, ৩১ জুলাই : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সাথে এবারে সরাসরি যুক্ত হলো রাজস্থান রয়্যালস। সিপিএলের অন্যতম দল বার্বাডোজ ট্রাইডেন্টসের সাথে এবারে যুক্ত হল রাজস্থান রয়্যালস। এমনকি সেই দলটির ৮০% মালিকানা কিনে নিল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
এর ফলে এই দলটির নাম পরিবর্তন হয় সামনের মরসুমে থাকছে বার্বাডোজ রয়্যালস। নামের পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রে আসছে পরিবর্তন রাজস্থান রয়্যালস এর প্রধান কোচ হিসেবে থাকা কুমার সাঙ্গাকারা সামনের মরসুম থেকে এই দলে কোচের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে বেশ উচ্ছ্বসিত শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তিনি জানিয়েছেন এর ফলে আরো উন্নত মানের ক্রিকেট বিশ্বকে উপহার দিতে চলেছেন তারা এবং আগামীদিনে স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি সর্বতোভাবে সাহায্য করবে। পাশাপাশি এ বিষয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস এর মালিক মনোজ বাদাল। তিনি জানিয়েছেন এই চুক্তির ফলে বেশ উচ্ছ্বসিত পাশাপাশি উভয় দেশের ক্রিকেট এবং পর্যটন ক্ষেত্রেই এই চুক্তি ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস পরে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দল কিনলো রাজস্থান রয়্যালস। উল্লেখ্য এর আগে কলকাতা নাইট রাইডার্স এর ফ্রাঞ্চাইজিং ত্রিনবাগ নাইট রাইডার্স কিনেছিল। এরপর পাঞ্জাব কিংস সেন্ট লুসিয়া জুকস এর মালিকানা কেনে। আর এরপর রাজস্থান রয়্যালস। সামনের মরসুমে দলের নতুন নাম থাকছে বার্বাডোজ রয়্যালস।
আরও খবর পড়ুন : বেআইনীভাবে জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে