নিউজ ডেস্ক , করণদিঘি ১৯ সেপ্টেম্বর : বেহাল রাস্তার প্রতিবাদে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা ৷ শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আলতাপুর বাসস্ট্যান্ড থেকে সন্তোষপাড়া গ্ৰাম সহ ভেজপুরা যাওয়ার বিহারের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা সাম্প্রতিক বর্ষণে বেহাল হয়ে পড়েছে।
ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। এছাড়াও অটো, ট্রেকার, ভুটভুটি, ভ্যান রিকশা গ্রামীণ পকেটগুলিতে নিত্যদিন যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার করা হয়নি। মাটির রাস্তা বর্তমানে বৃষ্টির জলকাদায় বেহাল হয়ে পড়েছে। রাত-বিরেতে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। তার প্রতিবাদেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা।
তাদের অভিযোগ এই রাস্তাটি সংস্কার ব্যাপারে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ এমনকি পঞ্চায়েত প্রধানকেও তারা জানিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত সেটি সংস্কারের ব্যাপারে তারা কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এমনকি ভোটের সময় বিভিন্ন নেতারা এসে রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিলেও পরে তাদের টিকিও খুজে পাওয়া যায় না। এঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। আগামী সোমবার গ্রাম পঞ্চায়েত দফতরে তালা বন্ধ ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন তারা।