গাজোল, ২ সেপ্টেম্বর : দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না মেলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় গাজোল গ্রামীণ হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে।
জানা যায়, এদিন বেশকিছু মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্যে গাজোল গ্রামীণ হাসপাতালের ভ্যাক্সিনেশন ক্যাম্পের বাইরে লাইনে দাড়ান। তবে পর্যাপ্ত ভ্যাকসিন নেই জানিয়ে ভ্যাক্সিনেশন কর্মসূচি বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই ভ্যাকসিনের দাবীতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ত্রিশ মিনিট পথ অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। পরবর্তীতে হাতিমারি হাসপাতাল থেকে ভ্যাকসিন আনিয়ে পুনরায় ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।