নিউজ ডেস্ক : আরজি কর কান্ড নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ১ দিন আগেই তিনি ফেসবুকে পোষ্ট করে জানান “যদি আরজি কর ইস্যুতে যদি জাস্টিস না হয় সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো। প্লীজ বাংলাকে অশান্ত করবেন না। বিজেপি,কংগ্রেস সিপিআইএমের উস্কানিতে পা এগোবেন না। জয় বাংলা, সেভ বাংলা, সেভ আওয়ার ফ্যামিলি, রিগার্ডস টু গড।”
আরও দেখুন – আরজি কর কান্ডের আবহেই বর্বরোচিত ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
এই ফেসবুক পোস্টের পর রবিবার আরজি কর ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিধায়ক। তিনি জানান, আরজি করে যা ঘটেছে তা নিন্দনীয়। এর বিরুদ্ধে ধিক্কার জানাই। মানবিক মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসি চেয়েছেন। অথচ আজ বাংলায় রাম-বামের দল সাধারণ মানুষকে প্ররোচিত করে ষড়যন্ত্র করে ঘটনাকে রাজনীতি করণ করছে। আমরা জাস্টিস চাই রাজনীতি চাই না।