নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১২ নভেম্বর : বহু বছরের প্রাচীন জয় কালী পুজোকে ঘিরে প্রতিবছর আনন্দ-উৎসবে মেতে থাকেন ভক্তরা। তবে এবারে করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে পুজোর আয়োজন শুরু করেছে ইটাহার সদর এলাকায় জয় কালী পূজা উদযাপন কমিটির সদস্যরা। উল্লেখ্য ইটাহার শহরে জাতীয় সড়কের ধারে জয়কালী মন্দিরে কয়েকশো বছর ধরে পুজো হয়ে আসছে। তখন থেকেই এটি জয় কালী পাড়া নামে পরিচিত।
মন্দির প্রাঙ্গণ থেকে কয়েক মিটার দূরে দাসপাড়া, ঘোষপাড়া, নাপিতপাড়ার বাসিন্দাদের পূর্বপুরুষদের স্বপ্নাদেশে সূচনা হয় এই কালীপূজার। বর্তমান প্রজন্মের এই তিন গ্রামের বাসিন্দারা পুজোর আয়োজন করে চলেছে। দাসপাড়া এলাকার বাসিন্দা বিমান দাসের পূর্বপুরুষদের আমল থেকে মায়ের মূর্তি তৈরি করা সহ পুজোর দিন বলি প্রথার প্রচলন তারাই করেন। এবারও সেই নিয়মনীতি মেনে মায়ের মূর্তি তৈরি করেছেন বিমান দাস। নিয়ম-নীতি মেনে পুরনো কাঠামোতে প্রতিমা তৈরী শুরু থেকে প্রতিদিন পুজো করা হয়। বিমান দাস বলেন, বাপ ঠাকুরদার আমল থেকে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। পুজোর দিন প্রতিমা মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে বাড়িতে মায়ের বরণ করে তিন গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন দেবী মা। পথে মায়ের দুই বোনের থানে পূজো করে গ্রামের বাসিন্দারা মন্দির প্রাঙ্গণে নিয়ে যাবে জয় কালী মা কে। তবে প্রতিবার যেভাবে পুজোর আয়োজন করা হয় এবারে করোনা আবহে সরকারি নিয়ম মেনে পুজোর আয়োজন করা হয়েছে। সেইভাবে মন্দির প্রাঙ্গণে ব্যারিকেডের ব্যবস্থা করার পাশাপাশি মাক্স, স্যানিটাইজার এর ব্যবস্থা করা হয়েছে যাতে পুজো দিতে আসা সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়। পাশাপাশি পূজা উপলক্ষে কিছু সচেতনতামূলক কর্মসূচিরও পরিকল্পনা রয়েছে পুজো উদ্যোক্তাদের।