নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ১২ নভেম্বর : সামনেই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই নানানরকম আতসবাজির সম্ভার। তবে করোনা আবহ এবারে কোপ ফেলেছে বাজি বাজারে। রাজ্যজুড়ে এবছর কালীপুজোয় বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট।শুধুমাত্র কালীপুজো নয়, ছটপুজোতেও এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
হাইকোর্টের তরফে নির্দেশ পাওয়ার পরই আতসবাজির বিক্রি রুখতে জেলায় জেলায় অভিযান চালানো হচ্ছে প্রশাসনের তরফে। সেই মর্মে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমতাবাদের বিভিন্ন এলাকা থেকে দুই লক্ষাধিক টাকার আতসবাজি ও শব্দবাজি উদ্ধার করল হেমতাবাদ থানার পুলিশ। বুধবার রাতে ডিএসপি রিপন বল ও হেমতাবাদ থানার ওসি দিলিপ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হেমতাবাদ বাজার, বাঙালবাড়ি ও কাকরশিং এলাকায় বিভিন্ন দোকানে হানা দিয়ে আতসবাজি ও শব্দবাজি উদ্ধার করে। ঘটনার জেরে কেউ গ্রেপ্তার না হলেও বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য করোনাকালে বাজি পোড়ানো হলে বায়ুদূষণের হার বেড়ে সংক্রমণও বৃদ্ধি পাবে। সেই কারণেই বাজি নিষিদ্ধের নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট।