
চাঁচল, ২৪ জুন : গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনের ডাকাত দলকে গ্রেপ্তার করলো চাঁচল থানার পুলিশ। বুধবার গভীর রাতে চাঁচলে ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশসূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম সুরজিৎ লালা, রুবেল সেখ ও আব্দুল মান্নান।
এদের মধ্যে সুরজিৎ লালা ও রুবেল সেখের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়।অন্যদিকে আব্দুল মান্নান চাঁচলের মতিহারপুর এলাকার বাসিন্দা। এদের মধ্যে প্রথম দুজন এর আগেও বেশ কিছু অপরাধের সঙ্গে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই স্টেডিয়ামের পাশে সাতজনের এই ডাকাতদলটি জড়ো হয়েছিল। কিন্তু গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বাকীরা পালিয়ে যেতে পারলেও তিনজন ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান,এক রাউন্ড গুলি,দুটো রড,একটি হাসুয়া বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি নম্বরপ্লেট বিহীন মোটরবাইকও। অভিযানে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী দিলাওয়ার হোসেন বলেন, গোপনসুত্রে বুধবার রাতে স্টেডিয়াম চত্বরে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে এই মর্মে খবর আসে। সেই মত সাদা পোষাকের পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাতজনের মধ্যে তিনজনকে পাকড়াও করতে সক্ষম হয়। বাকী চারজন পালিয়ে যায়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বাইক। কোথা থেকে সেগুলি এল তার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বলে জানান দিলাওয়ার হোসেন। বৃহস্পতিবার ধৃত তিনজনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আরও খবর পড়ুন : জোর করে সম্পত্তি দখলের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে, প্রাথমিক স্কুলে ঠাঁই অসহায় কাকার
