গাজোল, ৩১ জুলাই : ফের দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে আগামী ১৫ই আগষ্ট পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এখনও অবধি অসচেতন কিছু সংখ্যক মানুষ।
করোনার দ্বিতীয় ঢেউ এর ভয়াবহতা দেখে শিক্ষা না নিয়ে মাস্ক ছাড়াই বাড়ীর বাইরে বেড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। বাজার-হাট, দোকানপাট সর্বত্র কম বেশী চোখে পড়ছে মাস্কহীন মানুষ। শনিবার এমনই ছবি দেখা গেল গাজোল ব্লকের কদুবাড়ি বাজারে। অধিকাংশ ক্রেতা বিক্রেতার মুখে নেই মাস্ক। যেখানে বারংবার সরকার, প্রশাসন ও চিকিৎসকদের তরফে মাস্ক পড়তে বলা হচ্ছে সংক্রমণ রোধে, এমনকি মাস্কহীন মানুষকে আটক পর্যন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেখানে দাড়িয়ে অনেকেই সেই পরামর্শ অগ্রাহ্য করে অবলীলায় মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। মাস্কের প্রতি এক শ্রেণীর মানুষের এইরুপ অনীহা থাকলে করোনার তৃতীয় ঢেউ আদৌও রোখা সম্ভবপর হবে কিনা তা নিয়েই ছড়িয়েছে আতঙ্ক।