নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : ব্রিটেনে সদ্য উৎপত্তি হওয়া নতুন করোনা ভাইরাস ঘিরে ফের বিশ্ব জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। স্বাভাবিকভাবেই নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত বিশ্বের মানুষ।
কারণেই এই নতুন করোনা ভাইরাস প্রায় ৭০ শতাংশ গতিতে সংক্রমণ ছড়িয়ে ফেলে। এই ভাইরাসের সংক্রমণের প্রকোপ রুখতে বিভিন্ন দেশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আসন্ন ভারত সফর কর্মসূচি বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ দেশের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে ভারতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বরিস জনসনের। তাঁকে আমন্ত্রণ জানিয়ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বরিস জনসন। কিন্তু সফরের পথে কাঁটা হয়ে দাঁড়াল করোনা ভাইরাসের নয়া ৭০ গুন সংক্রামক স্ট্রেন। এনিয়ে চিন্তিত ব্রিটেন প্রশাসন। আগামী জানুয়ারি মাসে এই নতুন ভাইরাসের প্রকোপ বাড়লে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভারতে আসা হয়ত সম্ভব নাও হতে পারে বলে জানা গেছে। ফলে বরিস জনসনের ভারত সফর নিয়ে তৈরি হল ধোঁয়াশা।