নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : সাড়া বিশ্ব যখন করোনা আতঙ্কে জেরবার,সেই সময় অ্যার্ন্টাকটিকা পৃথিবীর ৭টি মহাদেশের মধ্যে সর্বশেষ মহাদেশ হিসেবে গত ৯ মাস ধরে করোনা ভাইরাস থেকে মুক্ত ছিল । কিন্তু সেখানে অবস্থিত চিলি সামরিক ঘাঁটির ৩৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে ২৬জন সেনা সদস্য ও ১০জন নিরাপত্তা কর্মী। তাদেরকে চিলিতে আইলোশনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অ্যার্ন্টাকটিকায় চিলির ১৩টি সক্রিয় ঘাঁটি রয়েছে। এর মধ্যে ও’হাইগিনস রিসার্চ স্টেশনের কর্মীদের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। চিলির এই ঘাঁটিটি পশ্চিম অ্যান্টার্টিকা অঞ্চলে অবস্থিত।যেই স্থানকে পর্যটকরা দুর্গম বলে অভিহিত করে থাকেন। অ্যার্ন্টাকটিকায় এই ভাইরাস শনাক্ত হওয়ার ফলে এই মহাদেশে সব প্রধান প্রধান গবেষণা প্রকল্প স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যার্ন্টাকটিকা মহাদেশে কোনো স্থায়ী অধিবাসী নেই। এই শীতে মহাদেশটিতে প্রায় ১ হাজার গবেষক ও অন্যান্য ভ্রমণকারী রয়েছেন।