রায়গঞ্জ, ১৮ জুলাই : প্রয়াত হলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ও রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর৷ রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে (বর্তমান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়) ছাত্র রাজনীতি থেকে তাঁর উত্থান।
১৯৮৯ সালে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সীর তাঁর হাত ধরেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। এমনকি দীর্ঘদিন প্রিয়বাবুর আপ্ত সহায়ক ছিলেন। সদা হাস্য এই রাজনীতিবিদই জেলার বুকে সুস্থ সংষ্কৃতির প্রসারে গড়ে তুলেছিলেন রায়গঞ্জ কালচারাল ফোরাম। জেলার নানা প্রান্তে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও চর্চা বিস্তৃতিলাভ করেছিল মূলত তাঁর উদ্যোগেই। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজে সব সময় এগিয়ে আসতেন পবিত্রবাবু। অনেক দুঃস্থ শিক্ষিত মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থাও করেছিলেন তিনি। দীর্ঘদিন দেবীনগরের ঐতিহ্যবাহী দীপালী উৎসবেরও তদারকি করেছেন। তবে কিন্তু বছর দুয়েক আগেই আচমকা তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা যায়। বুকে তাঁর স্ট্রেন বসানো হয়। তারপর কিছুদিন মোটামুটি সুস্থ ছিলেন। কিন্তু মাস ছয়েক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে উঠলেও শনিবার রাতে হঠাৎই বুকে ব্যাথা শুরু হয়। তড়িঘড়ি রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে অগণিত মানুষের প্রার্থণা ও চিকিৎসকদের সমস্ত চেষ্টা করে ব্যর্থ করে পবিত্রবাবু চলে গেলেন না ফেরার দেশে। রবিবার তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ব্যবসায়ী সংগঠনের সদস্যরা সহ অনেকেই মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
আরও খবর পড়ুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সবজি ব্যবসায়ীর। আহত এক