লকডাউনে রায়গঞ্জ শহরের সার্বিক চিত্র

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ :  করোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মে ৩১শে অগাস্ট লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবারের পূর্ণ লকডাউন সফল করতে শহরজুড়ে টহলদারী চালায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী৷  শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে এদিনও ছিল কড়া পুলিশি পাহারা। জরুরি পরিষেবা ছাড়া খোলেনি কোনো দোকানপাট। রাস্তায় দেখা মেলেনি কোনো সরকারি ও বেসরকারি যানবাহন। এদিন সকাল থেকেই রাস্তাঘাট ছিল প্রায় জনমানবশূন্য।

অপ্রয়োজনে বের হওয়া মানুষজনকে এদিন পুলিশ বাড়ি ফিরিয়ে দেয়। উল্লেখ্য দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, তাই সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন  :   শিলিগুড়ি কলেজে স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকায় নাম উঠে এলো সিনচ্যান ও ডোরেমনের

Next Post

করোনা মুক্ত অমিত শাহ

Mon Aug 31 , 2020
নিউজ ডেস্ক ,   শাশ্বতী চক্রবর্তী :  দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা থেকে ছাড় পায় নি বড় বড় সরকারি আধিকারিক, আমলা থেকে শুরু করে নেতা মন্ত্রীরাও। ২রা আগষ্ট করোনা সংক্রমিত হয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে তিনি নিজেই একথা জানিয়েছিলেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম