নিউজ ডেস্ক : কলকাতার আশুতোষ কলেজে সম্ভাব্য মেধাতালিকায় একেবারে প্রথমের সারিতে উঠে এসেছিলো বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। এরপর দক্ষিণবঙ্গের কলেজ গুলোতে একে একে উঠে আসে মিয়া খালিফা সহ অন্যান্যদের নাম। পরবর্তীতে উত্তরবঙ্গের মানিকচক কলেজের বি এ জেনারেল শাখায় ভর্তির মেধাতালিকায় নাম ছিলো প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের। সানি লিওন, মিয়া খালিফা, নেহা কক্করের পর এবারে শিলিগুড়ি কলেজে ভর্তির সম্ভাব্য মেধাতালিকায় নাম উঠে এলো জনপ্রিয় কার্টুন চরিত্র সিনচ্যানের। এঘটনায় রীতিমত শোরগোল পরে গিয়েছে কলেজে। উল্লেখ্য কলেজের বি সি এ বিভাগে ভর্তির সম্ভাব্য মেধাতালিকায় একেবারে শীর্ষে নাম উঠে আসে সিনচ্যানের।
সিনচ্যানের নাম উঠে আসাতে বিপাকে পড়েছেন কলেজ কর্তিপক্ষ। এছাড়াও আবেদনকারী সিনচ্যান পেয়েছে ১০০% নম্বর। তার রেজিস্ট্রেশন নম্বর SC20UG11221 । শুধুমাত্র কলেজের একটি বিভাগেই নয় একাধিক বিভাগে মেধাতালিকায় নাম এসেছে সিনচ্যানের। অনেকক্ষেত্রে মেরিট লিস্টে আবেদনকারী সিনচ্যানের অভিভাবক হিসেবে নাম উঠে এসেছে অপর একটি জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের। বিষয়টি প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে সেটি সংশোধন করে নেন কলেজ কর্তিপক্ষ।
যদিও নকল সিনচ্যান ও অভিভাবক ডোরেমনের খোঁজে কলেজ কর্তিপক্ষের অভিযোগের ভিত্তিতে তল্লাশি করছে পুলিশ।
আরও পড়ুন : আশুতোষ কলেজের পর এবারে বজবজ কলেজে স্নাতকের সম্ভাব্য মেধাতালিকায় নাম বলিউড অভিনেত্রী সানি নিওনের