নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১১ মে : করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্যজুড়ে আংশিক লকডাউনের পাশাপাশি বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের আংশিক লকডাউনের নির্দেশকে অমান্য করে রায়গঞ্জে খোলা থাকছে হাট বাজার দোকানপাট।
রায়গঞ্জে বাড়ছে অতিমারি করোনা সংক্রমণের আশঙ্কা। প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যু মিছিল। তবুও অসচেতন মানুষ রাস্তায় নেমে বাজারহাট করতে মত্ত। পুলিশ প্রশাসন ও পুর কর্তৃপক্ষ এবিষয়ে সচেতনতার কাজ চালিয়ে গেলেও তাতে কর্নপাত করছে না ক্রেতা-বিক্রেতাদের একটা বড় অংশ। উল্লেখ্য অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার পার করে গিয়েছে। মৃত্যু হয়েছে ১১৭ জনের। রাজ্য প্রশাসন করোনার এই দ্বিতীয় ঢেউ সামাল দিতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাজার হাট, দোকানপাট খোলা রেখে বাকি সময় বন্ধ রাখার নির্দেশ জারি হলেও উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের জনাকীর্ণ শহরে তা মানছেন না অনেকেই। নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখা হচ্ছে হাটবাজার দোকানপাট। ভীড় দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরের আনাচে কানাচে। এমনকি অনেকেই মুখে মাস্কের ব্যাবহারও করছেন না। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা আরও তীব্র হচ্ছে রায়গঞ্জ শহরে। এমনই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা প্রবীর পোদ্দার জানিয়েছেন, করোনা মোকাবিলায় আমরা সর্বদা পুলিশ প্রশাসনের পাশেই আছি। ব্যাবসায়ীদের হাট বাজার দোকানপাট বন্ধ রাখার জন্য অনুরোধও করা হচ্ছে। তবে আমাদের আবেদন মালদহ শহরের মতো আমাদের রায়গঞ্জ শহরেও সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দোকানপাট খোলার অনুমতি দিলে ভালো হয়।