নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২০ অক্টোবর : এক ব্যাক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গাজোলের কুন্ডু পাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম শোভন কুন্ডু। ওই ব্যাক্তি কুন্ডু পাড়া এলাকার বাসিন্দা।
সোমবার রাত থেকে এলাকায় পচা গন্ধ পান স্থানীয়রা। এরপর মঙ্গলবার এলাকাবাসীরা ওই ব্যাক্তির ঘরের জানালা খুলে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা যায়, ওই ব্যাক্তি বাড়িতে একাই থাকতো। দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম সঙ্গে যুক্ত থাকার কারণে তার পরিবারের লোকজন তাকে ছেড়ে চলে যায়। মানসিক অবসাদের জেরেই ওই ব্যাক্তি আত্মঘাতী হয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।