গাজোল, ১৩ জুলাই : দুটি পরিবারের মধ্যে ঝামেলার জেরে গুরুতর জখম হলেন ছয় জন। সোমবার ঘটনাটি ঘটেছে গাজোলের হাতিমারি এলাকার হাকিম মোড় এলাকায়।
জানা যায়, এদিন বিকেলে এলাকার কিছু বাচ্চা খেলার সময় বচসায় জড়িয়ে পরে। এরপর সেই বচসাকে কেন্দ্র করে রাত আটটা নাগাদ এলাকার বাসিন্দা স্বপন রবিদাসের বাড়িতে গিয়ে ওই ব্যক্তি সহ তাঁর স্ত্রী ও তাদের চার ছেলেমেয়ের ওপর হাসুয়া, লাঠি, লোহার রড নিয়ে চড়াও হয় প্রতিবেশী মিঠুন রবিদাস সহ আরো পাঁচ জন। ঘটনার জেরে গুরুতর আহত হন তারা। এরপর স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মঙ্গলবার গাাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।