ধৃত ফেন্সিডিল পাচার চক্রের মূল পান্ডা, মঙ্গলবার তোলা হল আদালতে

ধৃত ফেন্সিডিল পাচার চক্রের মূল পান্ডা, মঙ্গলবার তোলা হল আদালতে

নিজস্ব সংবাদদাতা ,  মালদা , ২০ অক্টোবর :  আন্তর্জাতিক ফেন্সিডিল পাচার চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম সমীর দে। সে বালুরঘাটের বাসিন্দা।

জানা গিয়েছে, গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ২০১৯সালের ৫ই নভেম্বর গাজোলের টোলপ্লাজায় ফেন্সিডিল ভর্তি এক ট্রাক আটক করা হয়। উত্তর প্রদেশ থেকে আসা ট্রাকটি থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ২৫ হাজার বোতল ফেনসিডিল। ঘটনায় উত্তরপ্রদেশের পঙ্কজ মিশ্র, বিহারের কমলেশ মাঝি ও দক্ষিণ দিনাজপুরের সৌম্য সরকার এই ৩ জনকে গ্রেফতার করে এনসিবি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে করে জানা যায় ফেন্সিডিলগুলো গঙ্গারামপুরের বাসিন্দা সন্তু সাহার কাছে নিয়ে যাচ্ছিল। এরপর সন্তু সাহাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে এই পাচার চক্রের মূল পান্ডা বালুরঘাটের বাসিন্দা সমীর দের নাম উঠে আসে। তাকে নোটিশ মারফত কলকাতা এনসিবির জোনাল অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় বাংলাদেশে পাচারের জন্য ফেন্সিডিলগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।এরপরে কোলকাতায় বেশ কয়েকদফা জিজ্ঞাসাবাদের পর চলতি বছরের ১৮ই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত ধৃতকে জুডিশিয়াল কাস্টডিতে রাখা হবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি।

নিজস্ব চিত্র , মালদা

Next Post

করোনা প্রতিরোধকেই থিম করেই পুজো করছে রায়গঞ্জের এই পুজো কমিটি

Tue Oct 20 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ অক্টোবর :  করোনা সংক্রমণের আটমাস অতিক্রান্ত হলেও এখনও বহু মানুষ পুরোপুরি সচেতন নয়। বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হলেও হুঁশ ফেরেনি মানুষের। এবারে দূর্গাপুজোয় করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে “করোনা” থিমে পুজো করতে চলেছে রায়গঞ্জের উত্তর দেবীনগরের নেতাজী স্পোর্টিং ক্লাব। এই পুজো সম্পূর্ণ মহিলাদের দ্বারাই […]

আপনার পছন্দের সংবাদ