নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৬ অক্টোবর : অন্যের জমিতে গরু চলে যাওয়াকে কেন্দ্র করে এক গরুর মালিককে পিটিয়ে মারার উত্তেজনা ছড়াল রায়গঞ্জ থানার মহারাজার উত্তর রামপুর এলাকাতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মহম্মদ হুসেন। এঘটনায় মহম্মমদ হুসেনের পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
অন্যের জমিতে গরু চলে যাওয়ায় গরুর মালিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজার উত্তর রামপুর এলাকাতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মহম্মদ হুসেন। ঘটনার সূত্রপাত, এদিন সকাল দশটা নাগাদ মহম্মদ হুসেনের একটি গরু পাশের বাড়ির মোক্তার, লালুদের জমিতে চলে যায়। এনিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাধে। ঘটনায় মহম্মদ হুসেনের পরিবারের বেশ কয়েকজনকে কাঠ, লাঠি, বাঁশ দিয়ে তারা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মহম্মদ হুসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাথায় কাঠ দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। মহম্মদ হুসেনের পরিবারের আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন হাসপাতালে দাঁড়িয়ে মৃত হুসেনের স্ত্রী জানিয়েছেন,
এদিন সকালে তাদের একটি গরু পাশের বাড়ির জমিতে চলে যায়। সেই সময় ইশাক, মোক্তার ও লালু সহ বেশ কয়েকজন মিলে তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কাঠ দিয়ে মাথায় সজোরে আঘাত করে খুন করা হয় তার স্বামীকে। এছাড়াও আরও দুই থেকে তিন জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মৃতের ছেলে মহম্মদ আলি জানিয়েছে, প্রতিবেশির জমিতে গরু চলে গেলেও সঙ্গে সঙ্গে ধরে আনা হয়। তা সত্ত্বেও বাবাকে পিটিয়ে মেরেছে ৫ জন মিলে। এঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন নিহত মহম্মদ হুসেনের বাড়ির সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।