নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ০৬ অক্টোবর : মোটর বাইক ছিনতাইয়ে বাধা পেয়ে এক যুবককে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার চাপদুয়ার গ্রামের হাটগাছি এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম নুর আলম।
তাঁর বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকায়। এদিন রাতে মোটর বাইক নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় চাপদুয়ার গ্রামের হাটগাছি এলাকায় বাঁশঝাড়ের সামনে একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায়। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা নিয়ে তাঁর নতুন কেনা বাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু দুষ্কৃতীদের টাকা পয়সা যা ছিল সেটি দিলেও সখের বাইক দিতে চান নি নূর আলম। এরপরই এক দুষ্কৃতী কোমরে গুঁজে রাখা বেআইনি আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে গুলি করার চেষ্টা করে। প্রাণে বাঁচতে ওই দুষ্কৃতীর হাতে ধাক্কা দিয়ে রিভলবার ফেলে দিয়ে বাইক নিয়ে ঘটনাস্থলে পালানোর চেষ্টা করে নূর আলম কিন্তু শেষ রক্ষা হয় নি। পুনরায় পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আরেক দুষ্কৃতী। গুলি লাগে পায়ে। তাঁর আর্তনাদ শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পগারপার হয়ে যায় দুষ্কৃতীরা।
আশঙ্কাজনক অবস্থায় নুর আলমকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল ও কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালের শয্যায় সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানাল নূর আলম। এলাকাতে সশস্ত্র দুষ্কৃতীদের দাপাদাপি এবং ছিনতাইয়ে বাধা পেয়ে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করার চেষ্টার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তাঁরা চাইছেন অবিলম্বে ওই এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতীদের খুঁজে বের করে পুলিশ প্রশাসন। না হলে এধরনের ঘটনা পরবর্তীতে হতে পারে। এমনকি ওই দুষ্কৃতীদের খপ্পরে পড়ে প্রাণও হারাতে পারে যে কেউ।