গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি

কুমারগঞ্জ, ২২ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল।

যদিও তার আগেই পাচারের পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম অলোক দাস। বাড়ি কুমারগঞ্জের চাঁদগঞ্জ এলাকায়। ধৃত ব্যক্তি ভুটভুটি করে গাঁজা পাচার করছিল। তার কাছ থেকে মোট ১৬ টি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, পুলিশের যাতে সন্দেহ না হয় সেজন্য ওই ব্যক্তি ভুটভুটিতে করে গাঁজার প্যাকেটগুলি নিয়ে যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। কিন্তু পুলিশের কাছে খবর আসা মাত্রই তাকে হাতে নাতে ধরা হয়েছে। এঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

Next Post

সন্মুখ সমরে তালিবান ও নদার্ন অ্যালায়েন্স

Sun Aug 22 , 2021
নিউজ ডেস্ক, ২২ আগস্ট :  ক্রমশঃই উত্তপ্ত হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। উত্তর আফগানিস্তানের পঞ্জশিরে সম্মুখ সমরে দুই প্রতিদ্বন্দ্বী তালিবান ও বিরোধীজোট নর্দার্ন অ্যালায়েন্স। ফলে শনিবার রাত থেকে কব্জায় না থাকা এলাকাগুলিতে ঢুকতে শুরু করেছে তালিবান বাহিনী। সূত্রের খবর, ইতিমধ্যেই পঞ্জশিরের আন্দারাব এলাকা ঘিরে ফেলেছে তারা। অন্যদিকে পালটা তাদের ঠেকাতে মরিয়া নর্দার্ন […]

আপনার পছন্দের সংবাদ