দক্ষিণ দিনাজপুর, ২৫ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে ৭ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে সরকারি বাসে চেপে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর সীমান্ত দিয়ে ৭ জন এদেশে প্রবেশ করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পারভেজ রহমান (২৭), তৌহিদ খান (২৩), রুকুনুর জামান (২৭), কেরামত আলী (৪০), আবু তাহের (১৯), নাজমুল হক সাগর (২০) ও আবু কাউসার শাহিদ (১৮)। ধৃতদের কাছ থেকে কোনো বৈধ কাগজ পত্র পাওয়া যায়নি। তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়৷ ধৃতদের কাছ থেকে বাংলাদেশী টাকা ও বেশ কয়েকটি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে প্রত্যেকেই কাজের উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিল। কিন্তু আদৌও তা কতখানি সত্যি তা যা নিয়ে বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ। বুধবার ধৃত বাংলাদেশী নাগরিকদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। এবিষয়ে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুরগামী সরকারি বাস থেকে ৭ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে।