আরসিটিভি সংবাদ : অবসর ও রামকৃষ্ণ সেবাসংঘের উদ্যোগে বয়স্কদের জন্য বিনামূল্যে চা-পান ও খবরের কাগজ পড়ার পরিষেবা চালু করা হলো। রবিবার রায়গঞ্জ শহরের তুলসীতলায় অবস্থিত রামকৃষ্ণ সেবাসংঘের আশ্রম প্রাঙ্গনে বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চা-পান ও খবরের কাগজ পাঠের আয়োজনের উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুনীল চন্দ, সাহিত্যিক তুহিন চন্দ, রায়গঞ্জ রামকৃষ্ণ সেবাসংঘের অন্যতম সদস্য সুব্রত সরকার সহ রায়গঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন – শিবরাত্রির পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত নাবালিকা
রায়গঞ্জ রামকৃষ্ণ সেবা সংঘের অন্যতম সদস্য সুব্রত সরকার জানিয়েছেন, ২০১৯ সালে রায়গঞ্জের বয়স্ক মানুষদের জন্য বিনামূল্যে চা পান ও সংবাদপত্র পাঠের ব্যাবস্থার উদ্বোধন করা হয়েছিল। কিন্তু অতিমারি করোনার কারনে তা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন – অঙ্গনওয়ারীর রান্নাঘর ভাঙচুর
আবারও নতুন করে রায়গঞ্জ রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রবিবার থেকে বয়স্ক মানুষদের জন্য এই পরিষেবা চালু করা হলো। রায়গঞ্জের প্রবীন নাগরিক তুহিন চন্দ জানিয়েছেন, রায়গঞ্জ রামকৃষ্ণ সেবাসংঘ নানান সামাজিক কর্মকান্ড করে থাকে। তাদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় ও সাধুবাদযোগ্য।