
আরসিটিভি সংবাদ : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠলো গ্রামেরই এক পরিবারের বিরুদ্ধে।ফলে বন্ধ হয়ে রয়েছে কেন্দ্রের রান্না।
এই ঘটনায় শনিবার বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা। এদিন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার চাঁচল-১ নং ব্লকের অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর গ্রামে।জানা গিয়েছে, মহব্বতপুর উপস্বাস্থ্যকেন্দ্রের পাশেই সরকারি জমিতে নির্মাণ করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘর।তবে এই নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলো এলাকার বাসিন্দা মহীদুল ইসলামের পরিবার।
আরও পড়ুন – বাইকের ধাক্কা মারাকে কেন্দ্র করে শুট আউট
রান্নাঘর তৈরি হলে সেখান তাদের দোকানটি বন্ধ হয়ে যাবে।এরপরই শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভেঙে বাঁশ ও টিন অদূরে ফেলে আসে এলাকার বাসিন্দা মহিদুল ইসলামের স্ত্রী নুরবানু বেগম ও তার দুই মেয়ে। এমনকী গ্রামবাসীরা প্রতিবাদ করতে এলে তাদের ভয় দেখায়। শনিবার কেন্দ্রের কর্মী চন্দনা দাস রান্না করতে গেলে তাকে হাঁসুয়া দেখিয়ে শাসানো হয় বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে সরকারি জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘর ভাঙচুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।শনিবার গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে দেখান তারা।তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জামালুদ্দিন আহমেদও। পুলিশকে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন – চাকরিপ্রার্থীদের জন্য অভিনব উদ্যোগ!
অন্যদিকে চাঁচল-১ নং ব্লকের সিডিপিও অলোক মণ্ডল জানিয়েছেন,যারা রান্না ঘর ভেঙেছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে।বিষয়টি বিডিওকেও জানানো হয়েছে। যদিও নুরবানু বেগম পালটা অভিযোগ করে জানান, তাদের দোকানের সামনে গ্রামবাসীরা জোরপূর্বকভাবে রান্নাঘর করেছে। তবে মারধোরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
