বংশীহারি, ১৭ জুন : ভোটের আগে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। সেসময় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। ভোট মিটতেই, প্রতিশ্রুতি মতো রাস্তার কাজের সূচনা করলেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র।
বিধানসভা নির্বাচনের পর্ব শেষ হতেই দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ৩ নম্বর এলাহাবাদ অঞ্চলের গ্রামবাসীদের দীর্ঘদিনের পাকা রাস্তার দাবি মেনে বৃহস্পতিবার রাস্তা তৈরির কাজের সূচনা করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। ৬ কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম পর্যায়ে এদিন ১ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করা হয়। জানা গিয়েছে, মহিপুর থেকে নূরপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। চলাচলের ক্ষেত্রে তীব্র সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা৷ ঘটনায় গত বিধানসভা নির্বাচনের সময় পাকা রাস্তার দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন গ্রামবাসীরা। তারপর হরিরামপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসাবে বিপ্লব মিত্র ভোট প্রচারে এলাকায় গিয়ে জয়ী হলে গ্রামবাসীদের পাকা রাস্তা তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। যেমন কথা, তেমন কাজ। সেই প্রতিশ্রুতি মোতাবেক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক তহবিল থেকে বরাদকৃত অর্থ দিয়ে বৃহস্পতিবার ওই এলাকার রাস্তা তৈরির কাজের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। রাজ্য সরকার ও মন্ত্রী বিপ্লব মিত্রকে ধন্যবাদ জানিয়েছেন তারা।