বংশীহারি, ৯ আগস্ট : নকল আধার কার্ড তৈরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো তিন যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার গাংগুরিয়া এলাকায়।
জানা গেছে রবিবার রাতে বংশীহারী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের শিশা এলাকায় অভিযান চালায়। ল্যাপটপ, প্রিন্টার স্ক্যানার সহ তিন যুবককে আটক করে। এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই যুবকরা আধার কার্ড বানানোর নাম করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। সেই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ৪৫০ টাকা করে নিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ এদেরকে গ্রেফতার করে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে সোমবার। পুলিশ জানিয়েছে ধৃত যুবকদের নাম ইজাজ আহমেদ, বাড়ি হরিরামপুর থানার খিরকুড়ি এলাকায়। দ্বিতীয় জনের নাম ইজাজ আহমেদ৷ তার বাড়ি ওই এলাকায়। তৃতীয় জনের নাম রাকেশ সরকার। তার বাড়ি বংশীহারী থানার গাংগুরিয়া এলাকার শিশাএলাকায়৷ কতদিন ধরে তারা এই জালিয়াতি কাজ চালিয়ে যাচ্ছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ৷ এই চক্রে আরও কারা জড়িত আছে তাও খতিয়ে দেখা হচ্ছে।